সাতক্ষীরা প্লাজা পণ্য আপলোড দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সকল আইনকানুন মেনে চলতে হবে। কোন অসত্য বা মিথ্যা তথ্য আপলোড দেওয়া যাবে না। পণ্যের বিষয়বস্তুতে কোন অসত্য, মিথ্যা বা প্রতারণরা মূলক বাক্য ব্যবহার করা যাবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন তথ্য নকল করা যাবে না।
ব্যবসায়ীগণ তাদের প্রদত্ত বিষয়বস্তু, ছবি ও তথ্য সমূহ সাতক্ষীরা প্লাজা কর্তৃপক্ষ তাদের নিজস্ব বা চুক্তিবদ্ধ অপর কোন পক্ষের দ্বারা আবিষ্কৃত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে পূর্ণ অধিকার সংরক্ষণ করবে।
সাতক্ষীরা প্লাজা এ ব্যবসায়ীদের আপলোডকৃত সকল ছবি জলছাপযুক্ত করে দেওয়া হয়। এটা ছবির অপব্যবহার রোধকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাতক্ষীরা প্লাজা এ ব্যবসায়ীদের প্রদত্ত ব্যক্তিগত তথ্য উপাত্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কর্তৃক তলব করা হলে তা সরবরাহ করা হবে এবং এই মর্মে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
১। ব্যবসায়ীরা পণ্যের ছবি আপলোড দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কপিরাইট আইনের সকল নিয়ম কানুন মেনে পণ্য আপলোড করবেন।
২। ব্যবসায়ীরা কোন প্রকার প্রলোভন, প্রতারণা, লটারী ইত্যাদি বিক্রয় বা সেবা প্রদানের লক্ষ্যে কোন প্রকার পোষ্ট দিতে পারবেন না।
৩। ব্যবসায়ীরা পণ্যের ছবিতে বা বর্ণনায় কোন প্রকার অশ্লীল বা কুরুচিপূর্ণ ছবি, বর্ণনা বা কোন প্রাকার তথ্য উপাত্ত ব্যবহার করতে পারবেন না।
৪। পণ্যের নাম, দাম ও বিস্তারিত বিষয়াবলী সঠিক ভাবে বর্ণনা করতে হবে।