প্রশ্ন ও উত্তর

সাতক্ষীরা প্লাজা সম্পর্কে আপনার জন্য প্রয়োজনীয় কিছু প্রশ্ন ও উত্তর

১। সাতক্ষীরা প্লাজা কি?

— সাতক্ষীরা প্লাজা সাতক্ষীরা জেলার উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণ ও বিক্রয়ের ওয়েব সাইট।

২। সাতক্ষীরা প্লাজা তে রেজিষ্ট্রেশন করতে কি কি তথ্য প্রয়োজন হয়?

— সাতক্ষীরা প্লাজায় ব্যবসায়ী হিসেবে রেজিষ্ট্রেশন করতে ব্যবসায়ীর নাম, ফোন নাম্বার ও ঠিকানা প্রয়োজন হয়।

৩। সাতক্ষীরা প্লাজা এ রেজিষ্ট্রেশন করতে হলে কোন ব্যবসায়িক লাইসেন্স জমা দিতে হবে কিনা?

— না, সাতক্ষীরা প্লাজা এ রেজিষ্ট্রেশন করতে হলে আপাতত কোন লাইসেন্স জমা দিতে হবে না। তবে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যে কোন ব্যবসায়ীক তথ্য জামা দেওয়ার প্রয়োজন হতে পারে।

৪। সাতক্ষীরা প্লাজা এ রেজিষ্ট্রেশন করে আমি আমার দোকানে কতগুলি পন্য আপলোড দিতে পারবো?

— সাতক্ষীরা প্লাজা এ রেজিষ্ট্রেশন করে আপনি আপনার দোকানের যাবতীয় পণ্য আপলোড দিতে পারবেন।

৫। সাতক্ষীরা প্লাজা থেকে আমি কি ওয়েব সাইটের মাধ্যেমে কোন অর্ডার নিতে পারবো?

— হ্যাঁ, সাতক্ষীরা প্লাজা ওয়েব সাইটের মাধ্যমে আপনি আপনার আপলোডকৃত যাবতীয় পণ্যের অর্ডার নিতে পারবেন।

৬। সাতক্ষীরা প্লাজায় পণ্য অর্ডার করে আমি কি ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবো?

— জ্বী, সাতক্ষীরা প্লাজার প্রতিটি পণ্যই আপনি ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন।

৭। সাতক্ষীরা প্লাজা থেকে পণ্য ক্রয় করে প্রতারিত হলে সাতক্ষীরা প্লাজা কর্তৃপক্ষ কি কোন ব্যবস্থা নিবে?

— জ্বী অবশ্যই! সাতক্ষীরা প্লাজায় প্রতিটি ব্যবসায়ীর সকল তথ্য সাতক্ষীরা প্লাজা কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। তাই যে কোন ধরনের প্রতারণা এড়াতে সাতক্ষীরা প্লাজা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করে থাকে ও সব সময় করবে।